অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে ৪জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। ঘটনাটি ঘটেছে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। আহতদেরকে সখিপুরস্থ উপজেলা হাসপাতালে ভর্তি করার পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রশিদের ছেলে আনোয়ার হোসেন।
আনোয়ার জানায়, তার পিতার সাথে পাশর্^বর্তী মৃত সুলতান গাজীর ছেলে আব্দুল আজিজ গাজীর সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে এনিয়ে মামলা মোকদ্দমা চলাসহ স্থানীয়ভাবে শালিশ মীমাংসার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির জন্য চেষ্টা করা হয়। কিছুদিন পূর্বে স্থানীয় জনপ্রতিনিধিরা একটি মিমাংসা করে দিলে তারা সেভাবে বিষয়টি মেনে নেয়।
কিন্তু আব্দুল আজিজ গ্যাং সেটা না মেনে ৩১ জানুয়ারী, ২৩ ইং সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল আজিজ, তার স্ত্রী সাইদা পারভিন, ছেলে শরিফুল ইসলাম ও অজিয়ার রহমানের ছেলে অলিউল্লাহসহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি অতর্কিতভাবে তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এতে তার পিতা আব্দুর রশিদ, মা আনোয়ারা খাতুন, চাচাতো ভাই ইব্রাহীম ও দাদী নছিরন বিবি আহত হয়।