জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার মাসিক সভা এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সভা বুধবার বিকাল ৪ টায় জেলা জজ কোট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী’র সভাপতিত্বে সভায় লিগ্যাল এইড কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি (ইঘডখঅ)-র সভাও অনুষ্ঠিত হয়।
লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় জেলা লিগ্যাল এইড অফিসার জানুয়ারি ২০২৩ মাসের কার্যবিবরণী তুলে ধরে বলেন, জানুয়ারি-২৩ মাসে মোট প্রাপ্ত আবেদন সংখ্যা-৬০টি, সরাসরি প্রাপ্ত আবেদনের সংখ্যা-৩৬টি, আদালত হতে প্রাপ্ত আবেদন সংখ্যা-০২টি, জেলাখানা হতে প্রাপ্ত আবেদন সংখ্যা-১৮টি, এনজিও প্রতিষ্ঠান হতে আবেদন সংখ্যা-০১টি, অন্যান্য প্রতিষ্ঠান হতে আবেদন সংখ্যা ০৩টি, মামলা দায়ের-৩৭টি, এ.ডি.আর দায়ের-২৩টি, নিষ্পত্তি-১১টি, পরামর্শ প্রদান ২৯ জন’কে।
জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি এবং জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী বলেন, জাতীয় আইনগত সহায়তা বাস্তবায়নে অসহায় বিচারপ্রার্থীদের সার্বিক সহায়তা প্রদান করা হয়। বিষয়টি ব্যাপক প্রচারের মাধ্যমে গরিব-দুঃখী, অসহায় মানুষকে জানানো দরকার। সভা অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি