পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার দেলুটী ইউনিয়নের কালিনগর কলেজে প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালিনগর কলেজ চত্বরে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ দিবাকর মন্ডল।
সঞ্চালক ছিলেন সহকারী অধ্যাপক রমেন্দ্রনাথ রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল, ইউপি সদস্য কিংশুক রায়, মেরী রানী সরদার, রিংকু রায়, পলাশ কান্তি রায়। এসময় উপস্থিত ছিলেন কালিনগর কলেজের সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্র গাইন, পরিতোষ কুমার মন্ডল, বিশ্বজিৎ সাহা, রমেন্দ্র নাথ রায়, ধৃতিমান সরদার, দ্বীপ নারায়ন মন্ডল, জেষ্ঠ্য প্রভাষক মোঃ ইকবাল হোসেন, কল্যাণ মল্লিক, ঝর্ণা রানী তরফদার, কুমারেশ মন্ডল, সাবেক ইউপি সদস্য বিশ্বজিৎ, সহকারী শিক্ষক সন্তোষ কুমার গাইন, রফিকুল ইসলাম, অসীম কুমার মন্ডল, বিশ্বজিৎ কুমার পাঠক, বশিরুল ইসলাম, শ্যামল কান্তি ঘোষ সহ নবাগত ছাত্র-ছাত্রী বৃন্দ।