শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্য এলাকার পুস্পকাটী, লটাবেকি ও দোবেকি থেকে অবৈধভাবে মাছ ধরার সময় ১৫ টি নৌকা ও ১০ জন জেলেকে আটক করেছে বনবিভাগ। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে জেলেদের আটক করেছে বলে জানা যায়।
গত রবিবার থেকে ৩ দিনের এই অভিযানে সুন্দরবনের গহীনে থেকে অবৈধ মাছ কাঁকড়া ধরার অপারধে জেলেদেরকে আটক করা হয়। বনবিভাগের অভিযানে আটক কৃত জেলেরা হলেন, গাবুরা ও বুড়িগোয়ালিনি গ্রামের আবুল কালাম,সামিম শেখ, শাহাজান শেখ, মোঃ জহুরুল, মহিউদ্দিন, হক গাজী, আঃ হাই, নুরে আলম, মোঃ আব্দুল হান্নান, মোঃ তৈবুর রহমান। আটকের বিষয়টা নিশ্চিত করেছেন বুড়িগোয়ালিনি ষ্টেশন কর্মকর্তা নুরুল আলম।