বুধবার , ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দু’দিনব্যাপি কৃষি ঋণ মেলার উদ্বোধন

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১, ২০২৩ ১২:৪১ পূর্বাহ্ণ

শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে দু’দিনব্যাপী কৃষি ঋণ মেলার উদ্বোধন করা হয়। কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা কৃষি ঋণ কমিটির সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

জেলা প্রশাসক উদ্বোধনী বক্তব্যে জানান বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকদেরকে সহজ শর্তে কৃষি ঋণ দিয়ে কৃষি কাজে সহযোগিতা দেওয়ার লক্ষ্যে বিনা জামানতে স্বল্প সুদে এ ঋণ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারীকৃত এ নির্দেশনায় ৪% সরল সুদে এক বছরের মধ্যে ঋণটি ফেরত দেবার কথা বলা হয়। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসন জেলার সকল ব্যাংকের জন্য শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্টল নির্মাণ করান। মোট ৩০ টি ব্যাংক স্টলে ঋণ সুবিধা ও হিসাব খোলাসহ ব্যাংকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। গতকাল প্রথম দিনে মোট ১০৬ জন কৃষকের হাতে এক কোটি চুয়ান্ন লক্ষ পয়ত্রিশ হাজার টাকা ঋণ মঞ্জুরীপত্র দেওয়া হয়।

এর মধ্যে কৃষি ব্যাংক ৩৩ জন কৃষকের হাতে ৬৭ লক্ষ টাকা ঋণ মঞ্জুরী দেয়। জেলা কৃষি ঋণ কমিটির সদস্য সচিব ও জনতা ব্যাংকের উপ মহাব্যবস্থাপক মো: আব্দুস সালাম জানান এ কার্যক্রম আগামী দিন পর্যন্ত বলবৎ থাকবে। তিনি আরও জানান প্রান্তিক কৃষকরা যা‘তে জামানতবিহীন ঋণ নিয়ে তারা কৃষি খাতে সে টাকা ব্যয় করেন সেই উদ্দ্যেশেই এই প্রক্রিয়া।

কৃষি ব্যাংকের সিআরএম মো: রিয়াজুল ইসলাম জানান তারা আজ ৩৩ জনকে (সর্ব্বোচ) ঋণ মঞ্জুরী প্রদানসহ কৃষকদেরকে ১০/- টাকায় হিসাব খোলার কার্যক্রম স্টলে বসে তদারকি করেন।

এদিকে, সাতক্ষীরায় কৃষি ঋণ মেলায় জনতা ব্যাংকের প্রথম দিনে কৃষকদের মাঝে ঋণ চেক বিতরণ করা হয়েছে। ৩১ শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কৃষি ঋণ মেলায় জনতা ব্যাংক প্রথম দিনে ১১ জন কৃষকের মাঝে ৬ লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত থেকে ঋণ চেক বিতরন করেন বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, জনতা ব্যাংকের ডিজিএম ও জেলা কৃষিঋন কমিটির সদস্য সচিব মোঃ আব্দুস সালাম, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়া অফিসের এ জি এম মোঃ সাইফুল ইসলাম সহ জনতা ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপকবৃন্দ। এসময় বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস জানান, আমরা বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ৪% সুদে ঋণ প্রদান করেছি, আগামী দিনে ও এ ঋন কার্যক্রম অব্যাহত থাকবে।

অপর দিকে, সাতক্ষীরায় দু-দিন ব্যাপী কৃষি ঋণ মেলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখার উদ্যোগে প্রথম দিনে কৃষকদের মাঝে ঋণের চেক প্রদান করা হয়েছে।

৩১ শে জানুয়ারি মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কৃষি ঋণ মেলায় ইসলামি ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখা প্রথম দিনে আবাদের হাট এলাকার আব্দুস সামাদ ও পাটকেলঘাটা এলাকার অলোকা রানীকে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার ঋণের চেক প্রদান করা হয়। মেলায় অতিথি বৃন্দ বিভিন্ন কৃষি ঋণ প্রদান কারী ব্যাংকের স্টল পরিদর্শন কালে ইসলামি ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখার ঋণের চেক প্রদান করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মুহাম্মদ হুমায়ুন কবির।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক অমর কুমার দাস, কৃষিস¤প্রসারন অধিদপ্তর সাতক্ষীরার উপ- পরিচালক ড. মুহাম্মদ জামাল উদ্দিন, সাতক্ষীরা জেলা প্রাণীসম্পাদ অফিসার ডাঃ এ বি এম আব্দুর রউফ, ইসলামি ব্যাংক বাংলাদেশ সাতক্ষীরা শাখার প্রধান সিনিয়র ভাইসপ্রেসিডেন্ট মোঃ হাফিজুর রহমান, সিনিয়র অফিসার শামসুর রহমান, মোঃ জাকির হোসেন প্রমুখ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্ম বার্ষিকী পালন

কুল্যায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথসভা

ঘোনা ইউপি ও ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকীতে এমপি রবির মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা

সদর উপজেলায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণ অর্থ বিতরণ উদ্বোধন করলেন এমপি রবি

শীতবস্ত্রে অসহায় প্রতিবন্ধীদের ১০ শতাংশ অগ্রাধিকারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করলেন এমপি রবি

শ্যামনগরে হরিণের মাংস সহ পাচারকারিকে আটক

তালায় ১৯৬ টি পূজামন্ডপে সরকারি অনুদান বিতরণ

সাতক্ষীরা পৌরসভা চত্বরে নির্মিত ফুল বাগানের উদ্বোধন