তৈয়েবুর রহমান, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়া প্রতাপনগর শ্রীউলা (এপিএস) ডিগ্রী কলেজে ২০২২-২৩ বর্ষে একাদশ ও স্নাতক শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্স্যুয়ালী বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি টঙ্গী পাইলট স্কুল ও গার্লস কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম।
প্রভাষক লিয়াকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আলম, উপজেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, আনুলিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, কয়রা মহেশ্বরিপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। নবীনবরণ ও আলোচনা সভা শেষে একই মঞ্চে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।