শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ যুগ পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৩ ফেব্রæয়ারি শুক্রবার সকাল ১১ টায় এক্স স্টুডেন্ট ফরম এর আয়োজনে পলাশপোল উচ্চ বিদ্যালয় হতে র্যালীর উদ্বোধন করেন তালা-কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফ লুৎফুল্লাহ। এর আগে সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মোমিন খান সান্টু চৌধুরী, প্রধান শিক্ষক মোমিনুল ইসলাম, ৪ যুগপুর্তি উৎসব উদযাপন কমিটির সভাপতি শেখ মাসুম বিল্লাহ শাহীন, প্রাক্তন ছাত্রছাত্রী ফোরামের আহবায় এস এম আব্দুর রেজা বাবু,সদস্য সচিব মো. মশিউর রহমান বাবু, প্রাক্তন ছাত্র দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, মোঃ মাসুদ আলী, মামুনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ।