আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন মতবিনিময় সভা করেছেন। শনিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মতবিনিময় সভায় ভাঙ্গন কবলিত হরিষখালী ভেরিবাঁধসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও সুচিন্তিত আলোচনা উপস্থাপন করেন, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, প্রতাপনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা রাখেন।