এ এফ এম মাসুদ হাসান : শ্যামনগের সড়ক দুর্ঘটনায় উপজেলা ম্যাধ্যমিক শিক্ষা অফিসার আহত হয়েছেন। রবিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত শ্যামনগর হতে কালিগঞ্জ অভিমুখে মৌতলার সন্নিকটে দুটি চলন্ত মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
এসময় ফরিদ মেলামাইন কোম্পানির ডিলার বংশীপুরের বেলাল হোসেন ও কলারোয়ার দামুদারকাটি গ্রামের শেখ শাহিন মারাত্মক আহত হয়। আহত মাধ্যমিক শিক্ষা অফিসার কে দেখতে শ্যামনগর হাসপাতালে যান শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন। পরে শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেলে প্রেরণ করা হয়।