বাবলা আহমেদ কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকে মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলামের সভাপতিত্বে ও ক্লিনিক এর সিএইচসিপি কমিটির সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিক এর সাংবাদিক প্রতিনিধি সুকুমার দাশ বাচ্চু, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি শাওন আহমেদ, ব্রাকের প্রতিনিধি জাকির হোসেন, কমিউনিটি ক্লিনিক এর সদস্য হাসনাহেনা, মাসুমা খাতুন, বিলকিস খাতুন প্রমুখ। সভায় নারী ও শিশুর স্বাস্থ্যসেবা ও পুষ্টি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন সরকার কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
এই ক্লিনিকের মাধ্যমে ২৯রকমের বিভিন্ন প্রকার ঔষধ দেওয়া হয়। বাজার গ্রাম কমিউনিটি ক্লিনিকের যাতায়াতের রাস্তাটি সংস্কারসহ বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়।