তাসকিন আহমেদ, কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়ায় য²া, ম্যালেরিয়া, এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর গ্রাম ডাক্তার ও জন প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় য²া নিয়ন্ত্রন কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে ৭ ফেব্রæয়ারি মঙ্গলবার সকাল ১০টায় কুলিয়া ব্র্যাক অফিসে উক্ত ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ শোকর আলীর সভাপতিত্বে য²া সহ বিভিন্ন রোগের উপর দিক নির্দেশনা ও সচেতনতামূলক প্রশিক্ষন প্রদান করেন য²া নিয়ন্ত্রন কর্মসূচি ব্র্যাক সাতক্ষীরা জেলার ব্যাবস্থাপক মোঃ সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোটার্স ক্লাব ও কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, দেবহাটা অফিসের প্রোগ্রাম অর্গানাইজার শ্যামলী রানী হালদার, দেবহাটা অফিসের ফিল্ড অর্গানাইজার জুয়েল হোসেন ও কুলিয়া অফিসের ফিল্ড অর্গানাইজার মিরা খাতুন, ইউপি সদস্য মোশারফ হোসেন ও প্রেম কুমার। কুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সহ-সভাপতি হাফিজুর রহমান হ্যাপি, সাধারন সম্পাদক গ্রাম ডাঃ আবীর হোসেন লিয়ন, সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাঃ হাবিবুল্লাহ ,অর্থ সম্পাদক গ্রাম ডাঃ আইয়ুব হোসেন ও গ্রাম ডাঃ মনিরুজ্জামান মনি প্রমুখ।