নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় পাঁচদিন ব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালার উদ্বোধন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ৭ ফেব্রæয়ারি-২০২৩ মঙ্গলবার বিকাল ৩ টায় শিল্পকলা একাডেমিতে পাঁচ দিন ব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালার উদ্বোধন করা হয়।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, পাঁচ দিন ব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালায় নৃত্য প্রশিক্ষক নাহিদা পান্না, খুলনার প্রশিক্ষক মিজানুর রহমান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন উদ্দীচী শিল্পগোষ্ঠি সাতক্ষীরা জেলার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, তবলা প্রশিক্ষক বিশ্বজিৎ সাহা, সাবেক ছাত্র নেতা তপু হাসেমী প্রমুখ। পাঁচ দিন ব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালায় প্রশিক্ষণ দিবেন খুলনার মিজানুর রহমান সোহাগ, যশোরের বাসুদেব বিশ্বাস, সাতক্ষীরার শহিদুল ইসলাম, নাহিদা পান্না ও বিশ্বজিৎ সাহা। সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে পাঁচ দিন ব্যাপী গীতি-নৃত্যালেখ্য ও যন্ত্র সংগীত (তবলা) কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ৭০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করা হবে।