অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটার সখিপুর আহছানিয়া শাখা মিশনের উদ্যোগে পীর কেবলা হযরত খাঁন বাহাদুর আহছানউল্লা রহমতুল্লাহি আলাইহির জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে সখিপুর শাখা আহছানিয়া মিশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার ৮ ফেব্রæয়ারী, ২৩ ইং সকাল সাড়ে ১০ টায় সখিপুর আহছানিয়া মিশনের অফিস চত্বরে এই কম্বল বিতরন করা হয়।
নি¤œ আয়ের মানুষ শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল ফিরোজা মজিদ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল মাসুদ ও সখিপুর শাখা আহছানিয়া মিশন। ৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর আহছানিয়া মিশনের সহ-সভাপতি মোকলেছুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, সহ-সভাপতি ও সখিপুর ইউপি সদস্য নূর মোহাম্মাদ, নির্বাহী সদস্য সেরাজ্জুর জামান, আবুল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।