বিলাল হোসেন : গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) ১০ টার সময় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক উপজেলার ভেটখালী বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ কেজি ১শ গ্রাম গাঁজা এবং ১টি প্রাইভেট কারসহ ২ জন মাদককারবারিদের আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার শামসুল রহমানের ছেলে তৈয়েবুর রহমান (১৯) ও আজিজুল গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৩)। জব্দকৃত গাঁজা, প্রাইভেটকার এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।