শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী গুনাকরকাটি খানকায়ে নকশবন্দীয়া মোজাদ্দেদীয়া খাইরিয়া আজিজীয়া দরবার শরীফের বার্ষিক ওরস ও ফাতেহা শরীফ আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারী। যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যে দিয়ে বাৎসরিক ১০০ তম ওরস ও ফাতেহা শরীফের প্রস্তুতি চলছে পুরোদমে। পবিত্র রওজা শরীফসহ আশেপাশের বিভিন্ন স্থাপনায় শেষ মুহুর্তে বাহারী রঙের কাজ প্রায় শেষ পর্যায়ে।
এছাড়া সুবিশাল সামিয়ানা, রাস্তার বিভিন্নস্থানে গেট, প্যান্ডেল, আলোক উজ্জ্বল আভার বিচ্ছুরনে খানকা শরীফ অভাবনীয় ভাবে সাজানোর কাজ চলমান রয়েছে। সেই সাথে ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষ্যে মেলার জন্য বহুবিধ পণ্যসামগ্রী নিয়ে বসার প্রস্তুতি নিচ্ছে ছোট বড় দোকানীরা। মনোহরী হতে শুরু করে ঘরগৃহস্থলী, ইলেট্রনিক্স, বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী শোভা পায় এখানে।
ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে ইতিমধ্যে পরিচালনা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরী করা হয়েছে। হযরত গাওছুল আযম দেহলবী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) ও গওছুল আযম খুলনবী নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) এর ওরস ও ফাতেহা শরীফে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন, দিল্লীর হযরত গাওছুল আযম দেহলবী (রহঃ) এর দরবার শরীফের সাজ্জাদানশীন নূরে চশমে হযরতে ইমামে রব্বানী, গুলেবাগে মুজাদ্দেদী আলহাজ্ব হযরত শাহ্ আবু নসর আনাছ ফারুকী (মাঃ জিঃ)।
আগামী ১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) রাতে পবিত্র ওরস উপলক্ষে দেশ ও বিদেশের বিভিন্ন আলেম ওলামা বক্তব্য রাখবেন। পরদিন ১৭ ফেব্রুয়ারী (শুক্রবার) ফজর নামাজের পর পবিত্র কুরআন খতম, কলমাখানি ও ফাতেহা শরীফ শেষে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ওরস ও ফাতেহা শরীফ এর মূল আনুষ্ঠানিকতা শেষ হবে। ওরস ও ফাতেহা শরীফ উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানাগেছে।