নজরুল ইসলাম, পাইকগাছা : পাইকগাছা থানা পুলিশ ক্রেতা সেজে ১ কেজি গাঁজাসহ বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ওই ব্যক্তিকে মঙ্গলবার ১২ টায় উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) সুকান্ত জানান, ক্রেতা সেজে মঙ্গবার সকাল সাড়ে ৮ টার সময় উপজেলার আগড়ঘাটা বাজার থেকে আটক করা হয়।
সে পৌর সদরের সরল এলাকার মৃত্যু মানিক সরদারের ছেলে রবিউল ইসলাম(৩৮)। তিনি আরো জানান, রবিউল একজন ট্রাক ড্রাইভার। এর ১ বছর আগে কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার হয় বলে রবিউল জানান।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান জানান, রবিউল বড় মাপের মাদক ব্যবসায়ী। তাকে ধরার জন্য অনেকদিন ধরে চেষ্টা করা হচ্ছে। আটকের পর তাকে মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।