নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য বিশিস্ট সমাজ সেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার উদ্যোগে রবিবার সন্ধায় শহরের কোরইশী ফুড পার্কে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কে সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন পৌর শাখার সভাপতি আব্দুস সোবহান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআর পরিবহনের চেয়ারম্যান নুরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির মেনন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলঅম, অর্থ সম্পাদক কবি রুহুল আমিন ময়না, প্রভাষক রফিকুল ইসলাম, ডা. মফিজুর রহমান, সাবিনা খান চৌধুরী, শেখ মেহেদী হাসান সুমন প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ মানবাধিকার কর্মী জেলা পরিষদে বার বার নির্বাচিত সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন কে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়।