নিজস্ব প্রতিনিধি : ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২-২০২৩ এর আওয়তায় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিস আয়োজিত এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্বেধন করা হয়েছে। ১৩ ফেব্রæয়ারি সোমবার সদর উপজেলার খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টা থেকে এ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং দুপুর ২টায় ভলিবল প্রশিক্ষণের শুভ উদ্বেধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী শাহাজান সিরাজ, খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেঃ হাবিবুর রহমান, রাজনগর ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার মোঃ শহিদুল ইসলাম, জিজিকে এইচ কানাইলাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র নাথ গাইন স্থানীয় ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ ইদুজ্জামান ইদ্রিস।