অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মহান ২১শে ফেব্রুয়ারি ও বার্ষিক বনভোজন পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ ফেব্রæয়ারী, ২৩ ইং সকাল সাড়ে ১০টায় রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ অহিদুজ্জামান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেবহাটা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহনা টিভি এবং দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার দেবহাটা প্রতিনিধি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন ডাবলু, সহ-সভাপতি মেহেদি হাসান কাজল, সাধারন সম্পাদক কে.এম রেজাউল করিম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল, দেবহাটা জার্নালিষ্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবির হোসেন লিয়ন, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, নির্বাহী সদস্য ওমর ফারুক মুকুল, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিরণ কুমার মন্ডল, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার, কার্য্যকারী সদস্যদের মধ্যে রিয়াজুল ইসলাম আলম, আছাদুল ইসলাম, আশরাফুল ইসলাম বাদল, তাসকিন আহমেদ প্রমুখ। সভায় মহান ২১শে ফেব্রæয়ারীতে পুষ্পমাল্য অর্পণ করাসহ দিবসটি যথাযথভাবে পালন এবং বনভোজন পালনে ওমর ফারুক মুকুলকে আহবায়ক ও ৪ জনকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।