রমজাননগর প্রতিনিধি : ১৩ ই ফেব্রæয়ারী বিকাল ৪ টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প- ৩ এর আওতায় সোরা গ্রামে আব্দুল্যাহ আল মামুন এর বাড়ীর পাশে আর ও রিভাস ওয়াসমসিস পানির প্লান্ট এর শুভ উদ্বোধন হয়েছে। পিআরডিপি-৩, সোরা ভিডিসি এবং রমজাননগর ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে উদ্বোধন অনুষ্ঠানে রমজাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ আল মামুনের সভাপতিত্বে উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ওয়াহিদ মুরাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর মহাসীন ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ , বীর মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ জি এম আকবার কবির, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ শাহিনুর রহমান , ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) বাবু পতিত পাবন মন্ডল , ইউপি সদস্য মোঃ ফারুক মোড়ল, ইউপি সদস্যা আসমা পারভীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ আব্দুল্ল্যাহ আল মামুন।