তাপস সরকার, তালা : সাতক্ষীরার তালায় পানির ফিল্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টায় তালা উপজেলায় সরুলিয়া ইউনিয়নের যুগীপুকুরিয়া গ্রামে পানির ফিল্টারের উদ্বোধন করা হয়। গেøারি এবং টিস কোম্পানি লিমিটেড ও এসকে কোম্পানি অর্থায়নে জিএটিসি বিডি লিঃ পানির ফিল্টার তৈরি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএটিসি বিডি লিঃ ম্যানেজার দক্ষিণ কোরিয়া থেকে আগত মি: কিম ও মিস জিউয়ান, জোনাল ম্যানেজার নেলসন আভাষ বিশ^াস, আঞ্চলিক ব্যবস্থাপক মাইকেল সরকার প্রমুখ। এ সময় প্রতিনিধিবৃন্দ বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বিশুদ্ধ পানির ফিল্টার থেকে এলাকাবাসি প্রতিদিন ২০ হাজার লিটার পানি বিনামূল্যে নিতে পারবে।