আলী নেওয়াজ, আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবিলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি হাবিবুর রহমান, সেক্রেটারী বিকাশ চন্দ্র মন্ডল ও সিনিয়র সহ-সভাপতি নাজমুস সাকিব লিটন ও আছাফুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রায়হান রানা সভাপতি, আব্দুল্লাহ আল মামুন সহ-সভাপতি, হাবিবুর রহমান সোহাগ সাধারণ সম্পাদক, প্রদীপ কুমার দাশ যুগ্ম-সাধারণ সম্পাদক, শরীফ আহমেদ শুভ সাংগঠনিক সম্পাদক, রাশেদ সরোয়ার প্রচার সম্পাদক, মেহেদী হাসান অর্থ বিষয়ক, শাকিল শাহ (তপু) দপ্তর সম্পাদক, রিক্তাজুল ইসলাম তথ্য বিষয়ক সম্পাদক, গোলাম রসুল ক্রীড়া সম্পাদক, দিবাস কুমার দাশ সমাজসেবা বিষয়ক সম্পাদক, তোহিদুর ইসলাম বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, আব্দুর রহিম মালী মুক্তিযোদ্ধা বিষয়ক, শরিফুল ইসলাম ধর্ম বিষয়ক, কামাল হোসেন আইন বিষয়ক, মেহেদী হাসান সুমন সাংস্কৃতিক বিষয়ক, শামীম রেজা ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, রুবাইয়া পারভীন মহিলা বিষয়ক সম্পাদক ও মাহফুজুর রহমানকে সদস্য করে ৩১ সদস্য বিশিষ্ট কুল্যা ইউনিয়ন মৎস্যজীবি লীগের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।