নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার উদ্যোগে মতবিনিময় সভা ও বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) রাতে শহরের কাটিয়াস্থ নিরিবিলি কমিউনিটি সেন্টারে পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বারী’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কার্যনির্বাহী সদস্য ফিরোজ আহমেদ, এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.হ.ম তারেকউদ্দিন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম মাকছুদ খান, যুব মহিলা লীগ নেত্রী সাবিহা হোসেন প্রমুখ।
এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুস সবুর, ইব্রাহিম বাবুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মতবিনিময় সভা শেষে সকলে বাৎসরিক বনভোজনে অংশ নেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম।