বাবলা আহমেদ কালিগঞ্জ ব্যুরো : খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের কার্যালয় থেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদাকে চিংড়ি, মাছ ও কাঁকড়া চাষে বিশেষ অবদান রাখায় সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। সোমবার (১৩ ফেব্রæয়ারি) খুলনা বিভাগীয় কার্যালয়ে খুলনা বিভাগীয় উপ-পরিচালক তোফাজউদ্দিন আহমেদ উপস্থিত থেকে এ সম্মাননা সনদ প্রদান করেন।
ক্লাস্টার ভিত্তিক নিরাপদ চিংড়ি, মাছ এবং কাকড়ার উৎপাদন বৃদ্ধিতে চাষীদের দক্ষতা উন্নয়ন এবং জনসচেতনতা সৃষ্টিতে কার্যকরি পদক্ষেপ গ্রহণ, সীমিত সম্পদের ব্যবস্থাপনার উপর দক্ষতা উন্নয়নে মাছ, চিংড়ি, কাঁকড়া চাষের উপর ডিজিটাল কন্টেন্ট প্রণয়ন ও প্রচার এবং অফিসে আগত মৎস্য চিংড়ি, কাকড়া চাষীদের চাহিদাভিত্তিক তাৎক্ষণিক কারিগরি পরামর্শ প্রদানের ব্যবস্থা গ্রহণ ও সামগ্রিকভাবে মৎস্য সম্পদের উন্নয়নে বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় পূর্বক তার উপর অর্পিত দায়িত্ব দক্ষতা এবং সৃজনশীলতা সাথে নিরলসভাবে পালন করে মাঠ পর্যায়ে মৎস্য অধিদপ্তরের সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য তিনি কালিগঞ্জে গবেষনামূলক ইনোভিশন আইডিয়ায় বাগদা, গলদা চিংড়ি মাছ ও কাঁকড়া চাষের উপর ডিজিটাল কনটেন্ট প্রদর্শনের মাধ্যমে মৎস্য চাষিদের উদ্বুদ্ধ করছেন। এই পদ্ধতিতে মৎস্য খামারে মাছ চাষ করায় অনেকে ইতিমধ্যে সুফল পেতে শুরু করেছেন। তিনি বলেন, উপকুলীয় অঞ্চলে বাগদা, গলদা ও সাদামাছ সহ বিভিন্ন সু-স্বাদু মাছ চাষের জন্য প্রসিদ্ধ। বিশেষ করে কালিগঞ্জ উপজেলার প্রতিটি জলাধার এক একটি সোনার আধার। এই উপজেলায় যোগদানের পর থেকে বিজ্ঞান সম্মত আধুনিক এবং প্রয়োগমুখী চিংড়ি ও কাঁকড়া চাষ ব্যবস্থাপনার উপর ৪০টি গবেষনামুলক তথ্যচিত্র তৈরী করেছি। ইতোমধ্যে উপজেলা মৎস্য অফিসে আগত মাছ চাষীদের জন্য যেকোন ধরনের তথ্য-উপাত্ত তাৎক্ষণিক ও চাহিদা ভিত্তিক প্রদর্শনসহ সমস্যা সমাধানে হাতে-কলমে প্রযুক্তির বিভিন্ন আঙ্গিক বিশ্লেষণেরর জন্য উদ্ভাবিত কন্টেন্টসমূহ প্রদর্শনের জন্য ৪০ ইঞ্চির টিভির পর্দা স্থাপন এবং “ডিজিটাল মৎস্য ট্রেনিং সেন্টার” হিসেবে অভিহিত করা হয়েছে। বিগত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ৪৫জন মৎস্য চাষী, উদ্যোক্তা ও উন্নয়ন কর্মীদের ৫ মিনিট হতে শুরু করে ২ঘন্টা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রণয়নকৃত সমস্ত তথ্যচিত্র ইউটিউব-এরwww.youtube.com/@bdaquaculture লিংক এবং ফেসবুক গ্রæপ ঝখওচ (Shrimp Learning and Innovation Platform)-এ সংরক্ষিত রয়েছে। বিস্তারিত তথ্যের জন্য চেনেলটি ঝঁনংপৎরনব করার জন্য চিংড়ি চাষী/উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট জনদের অনুরোধ করেছেন। বর্তমানে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে প্রায় ১০০০টি বিভিন্ন ফরমেটের ডিজিটাল কন্টেন্ট রয়েছে। যে কোন মুহুর্তে সেবা গ্রহীতাকে তার চাহিদা অনুযায়ী সকল ধরণের তথ্য-উপাত্ত প্রদর্শন করার সুযোগ রয়েছে।
এই কার্যক্রমটি বাস্তবায়ন করা হলে সরকারের মৎস্য প্রশিক্ষণ খাতে ব্যয় কমবে এবং সেবা গ্রহীতাকে হৃদয়গ্রাহী করার মাধ্যমে তার কর্মকান্ড সূচারুরূপে সম্পাদন করা যাবে, অর্থের অপচয় রোধ হবে, উৎপাদন বাড়বে, সময় বাঁচাবে এবং পরিদর্শন কমানোর ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। মৎস্য কর্মকর্তার নিজের তৈরী উদ্ভাবিত কনটেন্ট সমূহের মধ্যে রয়েছে বাগদা নার্সারি ব্যবস্থাপনা, চিংড়ি চাষে পানির গভীরতার গুরুত্ব, মাছ বা চিংড়ি চাষের জন্য প্রোবায়টিক প্রস্তুতি ও ব্যবহার, মাছ বা চিংড়ি চাষে পিএইচ এর সমস্যা ও প্রতিকার, বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা, অল্প খরচে অক্সিজেন সরবরাহ, পুকুর অথবা ঘের খননের হিসাব বিবরণী, চিংড়ি চাষে পানি ব্যবস্থাপনা, বাগদা চিংড়ির রোগ ও প্রতিকার ইত্যাদি।