আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলার কুল্যায় কমিউনিটি ক্লিনিকে চুরি সংগঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে এ চুরি সংগঠিত হয়। এ ব্যাপারে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে কুল্যা কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব (সিএইচসিপি) অমিত সরকার প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকালে কমিউনিটি ক্লিনিক তালা বন্ধ করে বাড়িতে চলে যান।
পরদিন বুধবার সকালে ক্লিনিকে এসে দেখেন ক্লিনিকের পেছনের জানালা ভাঙ্গা। ভিতরে রক্ষিত দুইটি সিলিং ফ্যান, একটি পানির পাম্প, একটি ডিজিটাল ডায়াবেটিস মেশিন সহ প্রায় ২০ হাজার টাকার মূল্যের মূল্যবান মালামাল নিয়ে যায় সঙ্ঘবদ্ধ চোরের দল।
অমিত সরকার আরো জানায় ইতিপূর্বে উক্ত কমিউনিটি ক্লিনিকে কয়েকবার চুরি হয়েছে। এপর্যন্ত চোর বা চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ঘনবসতি এলাকায় এমন একটি সরকারি সেবামূলক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকাবাসী। অতি দ্রæত চোরদের সনাক্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।