দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতার সমাপনী ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বুধবার বেলা ১১টায় দেবহাটা ফুটবল মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, শিক্ষা অফিসার মো. শাহজাহান প্রমুখ। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।