সকাল রিপোর্ট : সাতক্ষীরার পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর সাময়িক বরখাস্ত আদেশ তিন মাসের জন্য স্থগিত করে চার সপ্তাহের মধ্যে বিবাদীদের প্রতি কেন সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না সেমর্মে কারণে দর্শাতে রুলনিশি জারি করেছে হাইকোর্ট। মঙ্গলবার (১৪ ফেব্রæয়ারি) বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।
শুনানীতে সাতক্ষীরার মেয়েরের বরখাস্তের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে বিবাদীদের প্রতি ৪ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া গত ৬ফেব্রæয়ারি জারি হওয়া সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। এর আগে, গত ৬ ফেব্রæয়ারি পৌর মেয়র চিশতীকে বরখাস্তের নোটিশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। এতে তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা হবার কথা উল্লেখ করা হয়েছিলো।
মেয়র চিশতী ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিবসহ ৮জনকে বিবাদী করা হয়। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস কাজল। আরও সহায়তা করেন এড: তানভির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল। উল্লেখ্য: পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী বেশ কয়েকবারের নির্বাচিত পৌর মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বর্তমান মৈয়র পদে টানা দুইবারের নির্বাচিত মেয়র তিনি। চলতি বছরের ২৪ জানুয়ারি নাশকতার মামলায় তাকে কারাগারে পাঠানোর পর গত ৯ ফেব্রæয়ারি তারিখে তিনি জামিনে মুক্ত হন।