বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা লেডিস ক্লাব ও উপজেলা অফিসার্স ক্লাব এর আয়োজনে ১৪ ফেব্রæয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অফিসার্স কল্যাণ ক্লাবে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার কল্যাণ ক্লাবের সভাপতি রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ও উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের সঞ্চালনায় আলোচনার সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, লেডিস ক্লাবের সাধারণ সম্পাদিকা ইলা দেবী মল্লিক, অফিসার্স কল্যাণক্লাবের সাধারণ সম্পাদক পিআইও মিরাজ হোসেন খান প্রমূখ।
বসন্ত বরণ ও পিঠা উৎসবে প্রায় দশ রকম বিভিন্ন পিঠা উপস্থাপন ও খাওয়ানো হয়। এছাড়া জমকালো অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আজাহার আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিরাজ হোসেন খান, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, সহকারী শিক্ষক নিত্যানন্দ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, লেডিস ক্লাবের যুগ্ম সম্পাদিকা কনিকা সরকার, মাহফুজা খানম, দিলরুবা, হোসনেয়ারা, কল্পনা, ইলা দেবী সহ উপজেলা লেডিস ক্লাবের অন্যান্য শিল্পী বৃন্দ ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।