আতাউর রহমান, তালা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিতে সাতক্ষীরার তালা উপজেলার সন্তান সদ্য কারামুক্ত ছাত্রনেতা এম.এম.মারুফ-উল-ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৫ ফেব্রæয়ারি কেন্দ্রীয় বিএনপি ভারপ্রাপ্ত দফতর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কারামুক্ত ছাত্রনেতা এম.এম.মারুফ-উল-ইসলাম এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এর সাংগঠনিক সম্পাদক দায়িক্ত পালন করেছে। ছাত্রনেতা এম.এম.মারুফ জানান, মূল্যায়িত হওয়ায় আমি আনন্দিত সেইসাথে সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ছাত্রদের ন্যায্য দাবী আদায়,দেশের মানুষের বাক স্বাধীনতা রক্ষা ও চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে কার্যকরী ভুমিকা রাখতে চাই। মারুফকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা থানা ছাত্রদল। তালা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ সাধারণ সম্পাদক এসকে ফারুক হোসেন প্রমূখ।