সড়ক দুর্ঘটনায় নিহত জুবায়ের হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান আজ শুক্রবার বাদ আসর অনুষ্ঠিত হবে। নিহত কিশোরের নাম জুবায়ের হোসেন (১৬)। সে সাতক্ষীরা শহরের ইটাগাছা পূর্বপাড়া এলাকার শেখ শামসুর রহমান ওরফে শামু মিয়ার নাতি এবং শেখ কবিরুজ্জামানের ছেলে। মরহুমের নিজস্ব বাড়িতে দোয়া অনুষ্ঠানে এলাকাবাসিকে অংশগ্রহণ করতে আহবান জানিয়েছে তার বড় চাচা ঠিকাদার শেখ মনিরুজ্জামান (মন্টু)।
প্রসঙ্গত: ১০ ফেব্রæয়ারি বেলা ১১টা দিকে সাতক্ষীরা শহরের অদূরে ঋশিল্পীর সামনে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন জুবায়ের হোসেন। সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ঋশিল্পীর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাফেজ জুবায়ের হোসেন নিহত হয়। প্রেস বিজ্ঞপ্তি