শুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

বঙ্গবন্ধু দিয়েছেন সংবিধান ও দেশ, আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ-এমপি রবি

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) বিকালে তুজুলপুর বাজার জামে মসজিদের সামনে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আপনারা যদি হৃদয় দিয়ে আওয়ামী লীগ করেন তাহলে আগামী নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। বঙ্গবন্ধু দিয়েছেন সংবিধান ও দেশ আর বঙ্গবন্ধুকন্যা দিয়েছেন উন্নয়নশীল বাংলাদেশ। বছরের প্রথম দিনে বাংলাদেশে বিনামূল্যে ৩৬ কোটি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জননেত্রী শেখ হাসিনা। এটা বিশ্বের অন্য কোন দেশে নেই। তিনি আরো বলেন, সাতক্ষীরায় ২০১৩ সালের সেই দুর্নাম আজও আমাদেরকে সকল ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে। আপনাদের ভালোবাসা দিয়েই প্রমাণ করতে হবে আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ভালবাসেন এবং আগামী ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে নৌকাকে বিজয়অ করতে হবে। জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকবে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এটাই সকলের প্রত্যাশা।” সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাংবাদিক ইয়ারব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ প্রমুখ।

ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড শাখার সম্মেলনের শুরুতে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দ্বিতীয় অধিবেশনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত কাউন্সিলরদের মাঝে প্রস্তাব দেওয়া হলে উপস্থিত সকলে রবিউল আলমকে সভাপতি ও নির্মণ কুমারকে সাধারণ প্রস্তাব দেয় কাউন্সিলররা।

এসময় অন্য কেউ প্রার্থী না হওয়ায় রবিউল আলম ও নির্মল কুমারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. হাসান মাহমুদ রানা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবসে দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

জেলা প্রশাসনের আয়োজনে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশিজন সভা

উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১১৩ তম জন্মবার্ষিকীতে সেমিনার

বুধহাটা মটর সাইকেল শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় ৫ জন বিজয়ী

কালিগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন  : সভাপতি লুৎফুর, সহ-সভাপতি রমেশ

ফিংড়ীর ফয়জুল্যাপুরে আবারও চুরি সংঘটিত

সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ’র মূল্যায়ন ও সমাপনী

কালিগঞ্জে সরদারপাড়া সর. প্রাথ. বিদ্যালয়ের মাঠে সবজি চাষ, শিক্ষার্থীরা অবরুদ্ধ

সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে জেলা তথ্য অফিসের সচেতনতা মূলক নারী সমাবেশ

গুনাকরকাটি দরবার শরীফ ও মাদ্রাসার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন