শনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৩ | ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাংবাদিক কৌশিক দে’র বাবা আর নেই : বিভিন্ন সংগঠনের শোক

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১৮, ২০২৩ ১১:২৬ অপরাহ্ণ

খুলনা অফিস : খুলনা গেজেটের বার্তা সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে এর বাবা দেবতোষ দে (৮২) আর নেই। শনিবার (১৮ ফেব্রæয়ারি) সকাল সোয়া ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। সাংবাদিক কৌশিক দে বলেন, বাবা ফুসফুস ইনফেকশন, সোডিয়াম স্বল্পতাসহ বার্ধ্যকজণিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

তাঁকে গত ১০ ফেব্রæয়ারি ভোর সাড়ে ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের জেষ্ঠ্য ও তরুণ চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সোয়া ১১ টায় তিনি পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দেবতোষ দে ১৯৭৩ সালে গোপালগঞ্জের কোটালীপাড়া পিঞ্জুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৯ সালে তিনি অবসর নেন।

তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি কোটালিপাড়া উপজেলা শাখা বিআরডিবিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। এছাড়া পিঞ্জুরি ইউনিয়ন পরিষদে নির্বাচনকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটালিপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন স্কুলসহ একাধিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিক কমরেড নির্মল সেনের শ্রমিক কৃষক সমাজবাদী দলের সদস্য।

খুলনার সরকারি আযমখান কলেজের প্রাক্তন ছাত্র। এদিকে, দেবতোষ দে এর মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করেছেন খুলনা গেজেটের সম্পাদক ও প্রকাশক মো. মাহমুদ হাসানসহ গেজেট পরিবারের সদস্যরা। সাংবাদিক কৌশিক দে’র পিতার মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজাসহ ক্লাবের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এছাড়া প্রয়াত দেবতোষ দে’র আত্মার শান্তি কামনাসহ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। সাংবাদিক কৌশিক দের পিতা দেবোতোষ দের মৃত্যুতে গভির শোক ও সমবেদনা জানিয়েছে খুলনা রিপোর্টাস ইউনিটি (কেআরইউ)।

বিদেহী আত্মর শান্তিকামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে কেআরইউ আহবায়ক গৌরাঙ্গ নন্দী ও সদস্য সচিব আবু হেনা মোস্তফা জামাল পপলু, নির্বাহী সদস্য এনামুল হক, মোহাম্মদ নুরুজ্জামান, আমীরুল ইসলাম, সুমন্ত চক্রবর্তী রকিবুল ইসলাম মতি, উপদেষ্টা পরিষদের সকল সদস্য। অপরদিকে সাংবাদিক কৌশিক দে’র পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এএফসি নিউজ টুয়েন্টিফোর ডটকম পরিবার।

অন্যদিকে এক শোক বার্তায় সাংবাদিক কৌশিক দে’র পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চল,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু সহ ক্লাবের সদস্যবৃন্দ। শোক বার্তায় দেবোতোষ দের আত্মার শান্তি কামনা ও শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বড়শিমলা কারবালা মাধ্য. বিদ্যা. শ্রেষ্ঠ “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

বঙ্গবন্ধু আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সখিপুর খানবাহাদুর আহ্ছানউল্লাহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন

জ্ঞান ও গুণের মাধ্যমে নিজেকে আলোকিত করতে হবে

নলতায় বৃক্ষরোপণ আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা

আশাশুনির দু’বাড়িতে সকলকে বেধে রেখে দস্যুতার অভিযোগ

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা

সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

সাতক্ষীরায় বাল্য বিয়ে ঠেকালেন ইউএনও ফাতেমা-তুজ জোহরা

স্বাস্থ্য সচেতনতায় মতবিনিময় সভা

সাতক্ষীরার সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র ছিলেন এ দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী