নিজস্ব প্রতিনিধি : ১৯ ফেব্রæয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বসন্ত উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে রবিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন’র সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি নাসরিন খান লিপি, সদস্য বিশিষ্ট কণ্ঠশিল্পী আবু আফ্ফান রোজবাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অম্বেষা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজে অপসংস্কৃতির কারনে কিশোর গ্যাং সৃষ্টি হচ্ছে, এতে করে যুব সমাজ বিপদগামী হচ্ছে। শিল্পকলা একাডেমির মাধ্যমে বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গন সমৃদ্ধি করার পাশাপাশি ও এসব থেকে সুরক্ষা করতে অপসংস্কৃতি পরিহার করে জাতীয় সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। জাতীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন ভাবে আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে তুলতে হবে।
দেশে খেলাধুলার পাশাপাশি সংস্কৃতিতেও সাতক্ষীরা জেলা এগিয়ে রয়েছে। বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে চলেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক দমনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, জেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি মনজুর হোসেন, প্রশিক্ষক শহিদুল ইসলাম, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, কামরুল ইসলাম, কবি ও সাংবাদিক আমিনুর রশিদ, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিশু শিল্পী শ্রেয়া মজুমদার, নাট্য অভিনেতা শেখ মনিরুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, সংকর, নয়ন, চম্পা প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়।