নিজস্ব প্রতিনিধি : নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফকর উদ্দিন আলি আহম্মদ বাপ্পী(৪৫) আর নেই। দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে রবিবার রাত ১২ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। সোমবার যোহরের নামাজের পরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাকে রসুলপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়।
নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফকর উদ্দিন আলি আহম্মদের জানাজার নামাজে উপস্থিত ছিলেন নবজীবন সাতক্ষীরার চেয়ারম্যান ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, আশাশুনি শ্রীউলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা শাকিল, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের প্রধান শিক্ষক জাকির হোসেন, সহকারি শিক্ষক বোরহান উদ্দীন, পলাশসহ নব জীবনের সকল শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।
এদিকে, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের উপাধ্যক্ষ মীর মোঃ ফকর উদ্দিন আলি আহম্মদ বাপ্পী’র অকাল মৃত্যুতে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর খবর শুনে প্রিয় শিক্ষককে এক নজর দেখতে নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা শহরের মাঠপাড়ায় তার বাড়িতে ছুটে আসে।