বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরার কালিগঞ্জ সদরে অবস্থিত ৯নং মথুরেশপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। সোমবার (২০ফেব্রæয়ারি) সকাল ১০ টায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল সদস্য সদস্যাদের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, ইউপি সচিব নাসরিন সুলতানা,ইউপি সদস্য আরিজুল ইসলাম, রহমত আলী, মোদাচ্ছের রহমান, নূর মোহাম্মদ বাছা মোল্লা, কলিম গাজী, আবু হাসান, দেবাশীষ ঘোষ, আব্দুল জলিল, আবু তাহের, প্রমিলা রানী মন্ডল, জাহানারা খাতুন, মেরুন নেছা।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান এবং সদস্যগণ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের এক বছরের উন্নয়নমূলক কর্মকান্ড উপস্থাপন করেন। মতবিনিময় শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা ইউনিয়ন পরিষদ চত্বরে দৃশ্যমান উন্নয়ন – পুকুর সংস্কার, পুকুরের পাশ দিয়ে রাস্তা তৈরি, ইউনিয়ন পরিষদের আগত জনগণের বসার জন্য অত্যাধুনিক গোলঘর নির্মাণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল তৈরি ও মুক্তিযোদ্ধাদের নাম ফলক স্থাপন, পানি পরিশোধন করে সুপ্রিয় পানি সাপ্লাইয়ের জন্য পানির প্লান স্থাপন, অজুখানা তৈরি, টয়লেট সংস্কার, সমগ্র ইউনিয়ন পরিষদ চত্বরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, প্রবীনদের সুবিধার জন্য ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র দ্বিতল ভবন থেকে নিচ তলে স্থাপন, সাইকেল ও মোটরসাইকেল গ্যারেজ তৈরি, ইউনিয়ন পরিষদের ডিজিটাল সাইন বোর্ড, ইউনিয়ন পরিষদ আঙিনায় ফুলবাগান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্য গণের উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য সন্তোষ প্রকাশ করেন। ইউপি সদস্যগণ ইউনিয়ন পরিষদ ভবনের ভগ্ন অবস্থা সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন এবং তিনি তা আন্তরিকতার সাথে দেখবেন বলে আশ্বাস প্রদান করেন।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদের গেটের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় এলাকার বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।