রবিউল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি : ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুদক’কে বলবো আমার ব্যাংক এ্যাকাউন্ট আমার সম্পত্তির খোঁজ নিন অন্য নেতাদের মতন ঘের দখল করে, জমি কেড়ে নেওয়া, ঘের দখল করা, বাড়ী নির্মাণ করা, ব্যাংকে কত টাকা আছে খোঁজ খবর নেন।
মরনের পরে সাথে কিছুই যাবেনা। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যা যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রী সবই করছেন। আমি ১৪ দলের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এমপি বানানোর জন্য অধিকাংশ আ’লীগ নেতারা আমাকে সহযোগীতা করেছিলেন। আমি রাজনীতি করি বলে আমি রাজনৈতিক মানুষ, এমপি থাকলেও রাজনীতি করবো না থাকলেও করবো। আমার কোন স্বজন আমার কোন দলীয় নেতাকর্মী চাঁদাবাজী, টেন্ডারবাজী, ঘের দখন, থানায় অহেতুক ফোন অপরাধীদের জন্য সুপারিশ করিনা।
তালা-কলারোয়ার সংখ্যালঘু মানুষ সব থেকে কম নির্যাতিত হয়েছে, সাতক্ষীরার সব ক’টি আসনের মধ্যে আমার আসনে কম লোক দেশত্যাগ করেছে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কেউ অস্বীকার করতে পারবেনা। নেত্রীকে অস্বীকার করা মানে জামায়াত-শিবিরের পৃষ্ঠপোষকতা করা। আওয়ামী লীগ সরকার শতভাগ বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছে, সারের দাম কমিয়েছে, বিভিন্ন প্রকার ভাতা চালু করেছে, রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজ-মাদ্রাসা নির্মাণে উন্নয়নের রোল মডেল তৈরী করে যাচ্ছেন প্রতিনিয়ত।
পাটকেলঘাটা স্কুলের প্রাচীর, শহিদ মিনার, আইসিটি ভবন হবে। আজ পর্যন্ত এই স্কুল সম্পর্কে কোন বাজে কথা শুনিনি। স্কুলের অডিটরিয়াম সংস্কার করার জন্য ২০ লক্ষ টাকা, স্কুলের প্রধান গেট তৈরীর জন্য ২লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম’র বাড়ীর সামনের রাস্তা ইঞ্জিনিয়ার কে বলে করে দিয়েছি। তালা-কলারোয়ার মধ্যে সব থেকে বেশী উন্নয়ন হয়েছে এই সরুলিয়া ইউনিয়নে। সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে পাটকেলঘাটা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন নির্মাণ উদ্বোধন বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতারনী অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এম পি এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ বাপ্পী, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিপু, রফিকুল ইসলাম, কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ সরদার, বৃত্তি ফান্ড প্রতিষ্ঠাতা আব্দুর লতিফ সরদার, পাটকেলঘাটা লোকনাথ নাসিং হোম পরিচালক পুলক কুমার পাল, তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সজিব উদ দৌল্লা সজিব। স্বাগত বক্তব্য রাখেন পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল্লাহ, উদয় কৃষ্ণ দাশ। অনুষ্ঠানে ১০৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সন্মাননা ক্রেজ প্রদান করা হয়।