বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : তেল ফসল চাষ স্প্রসারন শীর্ষক কার্যক্রমের আওতায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ বাস্তবায়ন করে। কৃষকদের সরিষা চাষের প্রয়োজনীয় উপকরণ বীজ (বারি সরিষা ১৪ ও বারি সরিষা ১৮), রাসায়নিক ও জৈব সার, বালাইনাশক প্রদান পরবর্তী প্রশিক্ষন প্রদান করা হয়।
অন্যান্য কৃষকদের চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস আয়োজন করে প্রতিষ্ঠানটি। কৃষ্ণনগরের কৃষক রেশমা বলছিলেন, বারি সরিষা ১৮ তাদের আশাতীত ভাল একটি জাত। তিনি আশা করছেন ১ বিঘা জমিতে ৯-১০ মন সরিষা পাবেন। কৃষক বীনা রানি বলছিলেন বারি সরিষা ১৮ একটি উচ্চফলনশীল জাতের সরিষা, তিনি ১ বিঘা জমিতে ৭.৫০ মন সরিষা পেয়েছেন।
কালিগঞ্জ উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা মানবিকা শীল মাঠ দিবসে কৃষকদের উদ্দেশ্যে বলেন – আগামী বছর এই জাত দুটি স¤প্রসারনের জন্য আপনারা বীজ সংরক্ষণ করে রাখবেন। আমরা আশা করি আগামী বছর এই উপক‚ল অঞ্চলে আমরা সফলভাবে স¤প্রসারন করতে পারব। তাছাড়াও নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা মোঃ শামিউল আলীম বলেন আমনের পর পরই জমিতে বপন করে এবং পরিপক্বতার মাঝামাঝি সংগ্রহ করে নিতে পারলে, স্বল্পমেয়াদী বোরো ধান চাষ সম্ভব হবে।