মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায় কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে ”হাসিমুখ” উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেঞ্চুরী সাতক্ষীরার উদ্যোগে মঙ্গলবার ২১ ফেব্রæয়ারি শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবসে সকাল ৯টায় সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসায়শিশু শিক্ষার্থীদের মাঝে ”হাসিমুখ” উপহার সামগ্রী বিতরণ করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আমান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সেঞ্চুরী সাতক্ষীরা পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। মাদ্রাসার সুপার মোঃ আজগার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মোঃ আবিদার রহমান, বেল্লাল হোসেন, নূরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রসার শিক্ষক মাও. সাইদুর রহমান, শেখ রাজিয়া সুলতানা, মাও. আলমগির হোসেন, মাও. সাব্বির হোসেন, আরিফুর রহমান, শাহনাজ পারভীন, সালমা খাতুন সহ অভিভাবক বৃন্দ। এসময় শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ৫০ জন শিক্ষর্থীর মাঝে হাসিমুখ উপহার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি