শেখ বাদশা, আশাশুনি : আশাশুনিতে প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় ভ্রাম্যমান আদালতে একজনকে কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় আশাশুনি মহিলা কলেজে ডিগ্রি ফাইনাল পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। জানাগেছে, আশাশুনি সদর ইউনিয়নের মোক্তার হোসেনের ছেলে লিটু গাজীর পরিবর্তে একই ইউনিয়নের আবুল হোসেনের ছেলে মেহেদী হাসান উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে মেহেদী হাসানকে হাতে নাতে আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপা রানী সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ধারায় অভিযুক্ত মেহেদী হাসানকে ৩দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের সহকারী মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।