বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

নব জীবন এর আয়োজনে ২১ ফেব্রুয়ারি’২৩ উদযাপন

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে নব জীবনের পক্ষ হতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ও সকাল ৯.৩০ মিনিটে নব জীবন প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে নব জীবন পরিবারের পক্ষ হতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এরপর সকাল ১০.০০ ঘটিকায় নব জীবন প্রাঙ্গনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জোৎ¯œা আরা; সহ-সভাপতি, নব জীবন কার্য নির্বাহী পরিষদ, চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা এবং সদস্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ। তিনি বলেন ১৯৫২ সালে যারা বাংলা ভাষার দাবিতে রাস্থায় নামেন তাদের উপর পাকিস্তানি বাহিনী নৃশংসভাবে গুলি চালায়। এতে সালাম বরকত, রফিকসহ আরো অনেকে শহীদ হন। আজকে আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার মায়ের ভাষা, তাই সকল ভাষা শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা থাকতে হবে।

আমাদের এই শহীদদের স্বরনে আজ সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। তিনি ভাষা আন্দোলনের পটভূমি ও এর তাৎপর্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নব জীবন কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ শামছুল আলম খান ও নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। তারা ২১শে চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নব জীবন মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিমসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং নব জীবনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টাল হেড বাচ্চু মুনশি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর