বৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে পশ্চিম দুর্গাবাটীতে আবারও বেড়িবাঁধে ফাটল আতংকে এলাকাবাসী

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৩, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ

বিলাল হোসেন : শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় ইউনিয়ন বুড়িগোয়ালিনীর দুর্গাবাটীতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে আবারও ভাঙ্গন সৃষ্টি হয়েছে। (২৩ ফেব্রæয়ারী) বৃহস্পতিবার দুপুর ৩টায় জোয়ারে পানির গতিতে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল দেখা দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই দুর্গাবাটীর বেড়িবাঁধে বাজেট থাকার পরও ঠিকাদারের অবহেলার কারণে সেখানে সঠিক ভাবে কাজ বাস্তবায়ন হয়নি।

যার ফলে আমরা আতংকে দিন পার করছি। পোড়াকাটলা এলাকার প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি বিশ্বাস ও স্থানীয় সূধীমহল বলেন আমারা নতুন করে ঘের ভেড়িতে মাছ ছেড়েছি এঅবস্থায় নদী ভাঙনে ভেঙে গেলে এ এলাকার মানুষের ঘের ভেড়িসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, এই স্থানটিতে ভাঙ্গন বা ফাটল ধরার বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছি। শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ উজ্জামান সাঈদ বলেন সেখানে দ্রæত উপস্থিত হয়েছিলাম। এখন দুর্গাবাটী বেড়িবাঁধ ভাঙ্গন ধরেছে, দ্রæত সময়ের মধ্যেই এখানে কাজ শুরু করতে হবে।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উদ-জামান (সাঈদ) বলেন, আমরা উপক‚লীয় এলাকার মানুষ, প্রতিনিয়ত দুর্যোগের সাথে আমাদের বসবাস। পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ফাটল ধরা নিয়ে আমরা কথা বলেছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে। দ্রæত ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জাকারিয়া ফেরদৌসও মাসুদ রানা বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা বৃহস্পতিবার সকালে খবর পেয়ে দূর্গাবাটী বেঁড়িবাধের ফাটল স্থান পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্দেশ পেলে আমরা দ্রæত কার্যক্রম শুরু করব।

সর্বশেষ - সাতক্ষীরা সদর