শ্যামনগর প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত, বিতর্কিত শিক্ষা নীতি ও দ্রব্যমূল্য উদ্ধগতি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় শ্যামনগর প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু করে শ্যামনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্যামনগর বাস স্ট্যান্ড মোড়ে জমায়েত হয়ে সংগঠনের দায়িত্বশীলরা সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা কমিটির সদস্য মুহাদ্দিস মোস্তফা কামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সেক্রেটারি মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি এ্যাড. আবুজার উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামনগর থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমান বিতর্কিত নাস্তিক্যবাদী শিক্ষা নীতি বাতিল করতে হবে এবং ডারউইনের মতবাদ শিক্ষানীতি বাতিল করতে হবে। মানুষ গড়ার ইসলামিক শিক্ষানীতি বাধ্যতামূলক করতে হবে এবং দ্রব্যমূল্য গরিব অসহায় দরিদ্রদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। অনুষ্ঠানে দোয়া এবং মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।