তৈবার আশাশুনি ইউনিয়ন প্রতিনিধি : আশাশুনিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশাশুনি উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদশনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রাণিসম্পদ বিভাগ কে অন্যান্য সেক্টরের মত আরও আধুনিকতার এগিয়ে নিয়ে যেতে হবে। প্রতিদিনের খাদ্যের তালিকায় প্রাণিসম্পদ বিশাল বড় ভূমিকা রাখেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে। সবশেষে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত আহŸান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মো: ইয়ানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ভেটেনারী অফিসার ডা: বিপ্লব জিৎ কর্মকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অ:দা: ডা: এস এম মাহবুবর রহমান, বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম চক্রবতী, সাংবাদিক গোপাল কুমার মন্ডল, জগদীশ সানা প্রমুখ। প্রদর্শনীতে বিভিন্ন সেক্টর থেকে স্টল প্রদর্শনীকারীকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী কে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।