রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

চাঁদাবাজি ও মারধরের প্রতিবাদে এলাকাবাসী ও ব্যবসায়িদের সড়ক অবরোধ

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ

শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : সাতক্ষীরায় চাঁদাবাজির প্রতিবাদ করায় দুজনকে বেধড়ক মারপিটের অভিযোগ উঠেছে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। এদিকে মারধরের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে সাতক্ষীরা-যশোর মহাসড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখলে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রোববার(২৬ ফেব্রæয়ারি) বেলা ২টা থেকে পলিটেকনিকের সামনে সাতক্ষীরা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখার পর পুলিশ ও জেলা ছাত্রলীগের সভাপতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসীরা জানান, সাতক্ষীরা পলিটেকনিকের শেখ ফাহিম ফয়সাল নামের ২য় সেমিস্টারের এক ছাত্রকে ৪ দিন আগে(২২ ফেব্রæয়ারি) তুলে নিয়ে যান একই প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসান ও তার সহযোগীরা। এরপর তাকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেন তারা।

এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজির প্রতিবাদ করায় শাফায়াত আলী মুক্ত, ব্যবসায়ী বাবু ও লাবসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মনিরুল ইসলামকে লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করেন কলেজ ছাত্রলীগ সভাপতি ও ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী। মারধর ও লুটপাটের পর বাবু নামের স্থানীয় ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে আটকে রাখেন তারা। পরে পুলিশে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। মারপিটের শিকার শাফায়াত আলী মুক্ত ও মেম্বার মনিরুল ইসলাম জানান, ‘শুধু ফাহিম নয়, এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত বহিরাগত ছাত্রদের বিভিন্নভাবে হয়রানি করে থাকে ছাত্রলীগ সভাপতি। প্রতিবাদ করলে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয় তাদের’।

তারা আরও জানান, ‘কলেজ ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগীরা স্থানীয় বিভিন্ন দোকান থেকে চা, সিগারেট খেয়ে বিল পরিশোধ করে না। এছাড়া দোকান থেকে জোর করে মালামাল নিয়ে চলে যান তারা। প্রতিবাদ করলে ‘‘পকেটে গাঁজা ঢুকিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি’’ দিয়ে থাকেন ওই কলেজ ছাত্রলীগ সভাপতি। তারা এর সুষ্ঠু বিচার দাবি করেছেন’। এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান জানান, ‘ছাত্রলীগের নাম ভাঙিয়ে কেউ এরকম অপকর্ম করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে’।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, ‘অপরাধীরা ইতিমধ্যেই চিহ্ণিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। পুলিশ এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে’। এ ব্যাপারে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি মোঃ আবিদ হাসানের সাথে মোবাইলে(০১৩০৩৩৩৭৬৭২) যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তার ওপর কয়েকজন লোক হামলা করেছিলো। তারা তাকে মারধর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। তবে তিনি কাউকে আঘাত করেননি’।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে ভিবিডি সাতক্ষীরা’র শুভেচ্ছা

দেবহাটা পারুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিমের বর্ধিত সভা

আশাশুনিতে জাতীয় ভোটার দিবস পালিত

দেবহাটায় ডা. রুহুল হকের পক্ষে শাওনের নেতৃত্বে ব্যপক প্রচারাভিযান

দেবহাটায় পুলিশের অভিযানে আটক-৩

দেবহাটায় মাছের পাশাপাশি অসময়ে তরমুজ চাষে স্বাবলম্বী গোলাম রব্বানী

জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা আশাশুনি থানার এএসআই মোজাফফর হোসেন মনোনীত

বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সাথে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু’র মতবিনিময়

মহান বিজয় দিবস উদযাপনে আশাশুনি রিপোর্টার্স ক্লাবের প্রস্তুতি সভা