নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা ওজলা শাখার কর্মী সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ফেব্রæয়ারি) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শরিফুল ইসলাম খান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহানা মুহিত, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, আ. হ. ম তারেক উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, কলারোয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, শ্যামনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ সুমন, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, যুবনেতা মীর মহিতুল আলম মহি, এড. শেখ তামিম আহমেদ সোহাগসহ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আগামী (৮ মার্চ ) থেকে ৯ টি ওয়ার্ড এবং ১৪ টি ইউনিয়নে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক আয়শা সিদ্দিকা ও এহছান হাবীব অয়ন।