খুলনা অফিস : খুলনার কয়রায় জাহাঙ্গীর আলম আকাশ হত্যা চেষ্টা মামলার দু’আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ২৭ ফেব্রæয়ারি সোমবার তাদের খুলনা মহনগরের ময়লাপোতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিরা হল মো: আশিক ও মো: মোঃ আরাফাত হোসেন।
র্যাব ৬ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, কয়রা উপজেলার জাহাঙ্গীর আলম আকাশের সাথে আশিকসহ তার লোকজনের সাথে পূর্ব হতে বিরোধ চলে আসাছিল। গত ১৮ ফেব্রæয়ারি বিকেলে কয়রা বাজার হতে ভিকটিম আকাশ বাড়ি ফিরছিল। পূর্ব শক্রতার জেরে আসামীরা তাকে পথিমধ্যে চাইনিজ কুড়াল, ধারালো দা নিয়ে হামলা করে মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে। আকাশ মাটিতে লুটিয়ে পরলে আসামীরা লোহার রড দিয়ে তার সমস্ত শরীরে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের মা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ঘটনার সংবাদ পেয়ে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৭ ফেব্রæয়ারি র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যাচেষ্টা মামলার আসামীরা কেএমপি খুলনা সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ওইদিন রাতে খুলনা সদর থানাধীন ময়লাপোতা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ আশিক ও মোঃ আরাফাত হোসেনকে গ্রেপ্তার করে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।