বাবলা আহমেদ, কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করেন চাম্পাফুল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল ও শোভনালী ইউপির সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন।
বহুল আলোচিত স্কুল ম্যানেজিং কমিটির এ ভোটে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন চাম্পাফুল ইউপি’র সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ মোড়ল। তার একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী সাবেক চেয়ারম্যান মোনায়েম হোসেন পেয়েছেন মাত্র ১ ভোট।
নির্বাচন পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন। চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে ২০১৬ সাল হতে আদালত পাড়া মাড়িয়ে বহু নাটকীয়তার পরে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহনের মধ্যদিয়ে গঠন করা হয়েছে। উল্লেখ্য গত ২৩ ফেব্রæয়ারি ২০২৩ চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।