শহর প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সাতক্ষীরা শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তিনদিন ব্যাপী বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রæয়ারি) রাত সাড়ে ৯ টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী এ মেলার সমাপনী করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ বই মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল ইসলাম মঈন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার বাপ্পী দত্ত রনি, আবদুল্লাহ আল আমিন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থা ও সাহিত্য সংগঠনের পক্ষ থেকে ২৫টি স্টল স্থাপন করা হয়।
যার মধ্যে সর্বোচ্চ বিক্রেতা প্রতিষ্ঠান ও সর্বোচ্চ বই ক্রেতা দাতাকে পুরস্কার প্রদান করা হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।