দেবহাটা প্রতিনিধি : সারাদেশের ন্যায় দেবহাটা উপজেলাতেও পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বৃহষ্পতিবার দিবসটি পালিত হয়। ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।
পরে র্যালিটি ফিরে এসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মো. মুজিবর রহমান।
এসময় উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েল, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, সহকারি প্রোগ্রামার ইমরান হোসেন সহ বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত ছিলেন।