ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউট থেকে দুইজন ট্যালেন্টপুল সহ মোট তিনজন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এ বৃত্তি পেয়েছে। বুধবার (১ মার্চ) রাতে এ বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। বৃত্তি প্রাপ্তরা হলো কুড়িগ্রাম জেলার মো. ওয়াহেদ আলির মেয়ে তামান্না ইয়াসমিন, সাতক্ষীরার পলাশপোল এলাকার মো. জয়নাল আবেদিন’র মেয়ে আফিফা সুলতানা, ঝিনাইদহের মো. সুজাউদ্দিন’র মেয়ে নাজিয়া তামান্না সুচি। তারা ৩ জনই ২০২২ সালে নবজীবন ইনস্টিটিউট থেকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এর মধ্যে তামান্না ইয়াসমিন ও আফিফা সুলতানা ট্যালেন্টপুলে ও নাজিয়া তামান্না সুচি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।